মাগো হলাম আমি ভেক সন্ন্যাসী ,
না হব আর গৃহবাসী -
দীক্ষা লয়ে আমি এসেছি ,
উদাসীন করেছেন গোঁসাই ।

ঘরে  আছে  বিষ্ণুপ্রিয়া ,
তারে রেখো বুঝাইয়া ,
তোমার নিমাই সন্ন্যাস নিয়া ,
গৃহ ত্যাগিয়াছে আর আসবে নাই ।

কাঞ্চনা বরনা বধূ বিষ্ণুপ্রিয়া ,
তারে কি বলে প্রবোধ দিয়া ,
কেমনে রাখি বুঝাইয়া -
বলে দেরে আমায় নিমাই  ।

*****************
দুপুর - ২ : 0৫ মিনিট ।
২৯ / 0৭ / ২৩ শনিবার ।
কনকর্ড = আমেরিকা ।