কে গো তুমি এই বিদেশে ,
ভিখারী যোগীর বেশে -
গেরুয়া বসন কৃষ্ণ কেশে ,
নাম বিলাও দেশে দেশে ।
হরি নামে মাতোয়ারা ,
হইলে তুমি গৃহ ছাড়া ।
রাধা নামে পাগল পারা ,
নয়নে বহে প্রেম ধারা ।
শচী মাতার দুলাল নিমাই
রাধা নামে ধূলায় গড়ায় ।
দুই নয়নে বারি ধার বয় ,
অশ্রু জলে বক্ষ ভেসে যায় ।
শচীমাতা ডাকে নিমাই নিমাই ,
প্রতিধ্বনিত হয় নাই নাই ।
অভাগিনী মা ডাকেন নিমাই ,
আয় ঘরে আয় ফিরে আয় ।
*****************
দুপুর - ২ : ০৫ মিনিট !
২৯ /০৭ /২৩ শনিবার !
কনকর্ড = আমেরিকা !