ওগো মোর প্রাণের শ্রেষ্ঠ দেবতা  ,
স্বরূগোলক হ'তে নেমে এসো হেথা ।
বাতাসে তোমায়  পাঠালাম বারতা ,
দেখাদাও ওগো মোর প্রাণের দেবতা ।

মর্ত্য লোকে সবে মত্ত  পাপাচারে ,
পাপ পুণ্য লঘু গুরু নাহি বিচার করে ।
মত্ত সবে দর্পভরে  মিথ্যা অহংকারে ,
না মানে দেব দেবী না পূজে তাহারে  ।

ধর্মাধর্ম কালাকাল সময় নাই  জ্ঞান  ,
যোগ্য স্থানে নাহি দেয় উপযুক্ত সম্মান ।
মনে ভাবে আমা হ'তে নাহি কেউ মানী ,
ভয় ভক্তি লঘু গুরু যথা স্থান দেয়না সম্মানী ।

নারীদের করে অপমান না দেয় যোগ্য মর্যাদা ,
মা ভগিনী কন্যা  নেই বিচার করে অমর্যাদা ।
কামনা বাসনায় লিপ্ত সদাই শ্বাপদের সমান ,
নারীদের করে অবমাননা নর পশুরও অধম  ।

মদে মত্ত খাদ্যাভ্যাসে করেনা খাদ্যের বিচার ,
সুরাপানে সদা ব্যাস্ত হিরোইন করে যেপাচার ।
পরকীয়াতে সদা আসক্ত না রয় বাড়ীর অন্দরে ,
লোকলজ্জা দিয়ে বিসর্জন সদা মত্ত ব্যাভিচারে ।
  
       ******************  
রাত্রি - ৯ : ৩৫ মিনিট ।
২৫ / ০৯ / ২৩ সোমবার ।  
রবীন্দ্রনগর  = মেদিনীপুর ।