ভবের এই নাট্যশালায় এসেছি মোরা নানা সাজে ,
রাজা উজির মন্ত্রী হয়ে কত রঙ  মেখে সঙ সেজে ।
মাতা  পিতার অভিনয় সংসারে দায়িত্ব কর্তব্যময় ,
সংসার রঙ্গমঞ্চময় কত চরিত্রে করে সব অভিনয় ।
সমাজ সংসার মাঝে কত অভিনেতা অভিনব সাজে ,
ভিন্ন ভিন্ন সম্পর্ক সেজে ভিন্ন ভিন্ন চরিত্রে বিরাজে ।
সুখ দুঃখ মৃত্যু জ্বরা অভিনয় কত বিচিত্ররূপে সেরা ,
ভিন্ন সাজে রঙ্গমঞ্চে প্রবেশ ও প্রস্থান করে তারা ।
বধূ কন্যা কখনো সেজে প্রবেশে সংসার মাঝে ,
বৈচিত্র এই রঙ্গমঞ্চে কতরূপে  নূতন নূতন সাজে ।
ভবের নাট্যশালা মাঝে  নিত্য আসে নিত্য সাজে ,
মাতা পিতা সেজে কেউ সংসার রঙ্গমঞ্চে আছে ।
কেহ ভ্রাতা কেহ ভগিনী কেহ জায়া কেহ জননী ,
কন্যা জামাতা পৌত্র কেহ কেহ স্বামী স্ত্রী নাতনী ।
পৃথিবীর এই নাট্যশালায় ভিন চরিত্রে ভিন্ন সাজে ,
ভিন্ন অভিনয় করার মাঝে কেউ হাসে কেউ কাঁদে ।
বিচিত্র চরিত্র ধরে ভিন্ন সাজে রঙ্গমঞ্চ মাঝে প্রবেশে ,
অভিনয় হয়ে গেলে মঞ্চ ছেড়ে  আপন ঘরে ফিরে আসে ।

            ********************
বিকল - ৪ : ১৮ মিনিট !
০৬ / ০৬ /২৩  মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !