মাগো আমার সেই ভালোবাসার প্রিয় মাতৃভূমি ,
সেই আগের মত শ্যামল সবুজ নেই তো তুমি ।
একিরূপে হেরি মা তোমায় ওগো প্রিয় জন্মভূমি ,
নাই তোমার সেই শ্যামল রূপ শুধু ইঁটেমোড়া
দেখি তুমি।
চারপাশে মাথা তুলে দাঁড়ায়ে দালান অট্টালিকা ,
ঘরে ঘরে নিয়ম আলো বিদ্যুৎ যেন সিটি মেগা ।
পাকা রাস্তা ছুটে চলে যেন অজগর তুলে মাথা ,
কেঁচর কেঁচর গরুর গাড়ির নাই কাঁচা সেইরাস্তা ।
চলে হেথা ট্রেন বাস টেক্সি ট্রাম টোটো রিক্সা যতো ,
নাই হেথা খেলার মাঠ হয়েছে অডিটোরিয়াম সেতো ।
ঘরে ঘরে স্নানাগার কেউই আর যায়না পুকুর নদী ,
সাঁতার কাটেনা কেউ নাই বোট নাই নৌকার মাঝি ।
নাই সেই মাঠ ঘাট কাঁচা রাস্তা হয়েছে পাতার ,
হেথায় দেখি শপিংমল কারখানা আলোর বাহার ।
নাই গাছের ডালে ডাহুকের ডাক বুলবুলের গান ,
পাতার ফাঁকে উঁকি দেয়না চাঁদ সেই বাঁশবাগান ।
অবলা জন্মভূমি মাগো আর কত করবে এমন খেলা ,
নির্বিকার হয়ে তুমি কত শত সইবে এমন অবহেলা ।
কিনা হয় ভাঙা চোরা গড়ে রেস্টুরেন্ট তোমার উপর ,
তবুও তুমি করনি কোন কিছুই প্রতিবাদ কখনো তার ।
***************
সন্ধ্যা - ৬ : ৪৫ মিনিট ।
২৯ / ১০ / ২৪ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।