মাতৃসমা যে নারীকে দেয় সম্মান
               সেথা সুখ শান্তি সদাই বিরাজমান ।
পুরুষ অতি মূঢ়মতি
              নারী ভোগ্যা পুরুষ অতি,
না ভাবে অগ্র পশ্চাৎ গতি
               নারীর রোজগার খেতে মিষ্টি ।
কামনা বাসনা স্বার্থে
                 পত্নী তার প্রিয় অতি ।

ঠাকুর রামকৃষ্ণ সারদাতে
              হেরেন দেবী মাতৃ মূর্তি ।
সম্মুখে বসিয়ে সারদা
             পূজেন মাকে করে ভক্তি ।
ভাবাবেশে ঠাকুর হেরেন দেবী সতী
             মা মন্ত্র উচ্চারিয়ে পূজেন সারদা মাতৃ ।
ফুল বেলপাতা চন্দনে পূজেন
              সারদা নয় দেবী শক্তি ।

যে নর করে নারীকে অসম্মান
                অনিবার্য হয় তার অচিরে পতন।
নারীকে দিলে মাতা কন্যা
                 ভগিনী ভেবে  সম্মান ,
অবশ্যই হয় তার অবিলম্বে উত্থান
                  নারী শুধু নারী নয় মাতৃ সমান।

যেথা শুধুই কামনার বস্তু নারী
              সেই নরের অধঃপতন অতি ভয়ঙ্করী ।
যে নারীকে লাঞ্ছনা করে না দেয় সম্মান
               সেথায় সুখ শান্তি উন্নতির হয় অবসান ।

                ********************
রাত্রি -  ৯ ; ২৫ মিনিট ।
২৩ / ১১ /২৩ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।