আমি এক নারী যেন নদী  ,
আমার দুই তীর দুটি আশ্রয়  ।
এক তীরে পিত্রালয় অন্য দিকে  শ্বশুরালয়   ।

পৃথক দুইটি আলয়েই আমার বাড়ি  ,
তবুও দুইটি বাড়ীর ভিন্ন ভিন্ন কর্তব্য   ,
পৃথক পৃথক অধিকার পৃথক কর্তব্য তারি  ।

আমায় গর্ভে ধারণ করেছেন যিনি  --
তিনি আমার মা গর্ভ ধারিণী জননী   ,
অন্যদিকে  শ্বাশুড়ি স্বামীর গর্ভধারিণী  ।

জন্মদাতা পিতার নিকটে আবদার সদা  ,
স্বামীর পিতা শ্বশুরমশাই কর সম্মান সর্বদা  ।
দুই বাড়ি সমান ভাবে সময় দিয়ে করি ব্যবস্থা  ,
তাই আমি  নদীর মতো বিতরি  সমান ভালোবাসা   ।

দুই বাড়ি যেন আমার দুই হাতের মতো  ,
যেভাবে সামলানো যায় সামলাই ততো  ।
একদিকে স্বামী সংসারের কর্তব্য করি   ,
অন্য দিকে সেবি মাতা পিতা শ্বশুর শ্বাশুড়ি  ।

                     *************
দুপুর - ১২ : ৩৩ মিনিট ।
০৪/০৩/২৫ মঙ্গলবার  ।
কোলকাতা  ।