নদীমাতৃক দেশ আমাদের স্নেহের ক্ষীরধারা ,
ফসল বাঁচায় জীবন বাঁচায় বাঁচায় জীবন ধারা !
প্রাণ বাঁচায় জীবন বাঁচায় দেশ বাঁচায় সারা ,
নদীমাতৃক দেশ আমাদের দেশ রক্ষার সেরা !
বই দেয় জীবন দেয় বাঁচায় অরণ্য বনভূমি ,
ক্ষেতখামার ভরে ফলে বাঁচায় ক্ষেতের জমি !
গাছ বাঁচে দেশ বাঁচে বাঁচে জীব জন্তু প্রাণী ,
নদীমাতৃক দেশ আমাদের শস্য শ্যামলা জন্মভূমি !
যেথায় গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ক্ষেত্র ত্রিবেণী সঙ্গম ,
সেইতো মোদের প্রয়াগ তীর্থ পুণ্যযাত্রীর একত্রে মিলন !
সেইটো মোদের পুন্য তীর্থ পবিত্র নদীর সঙ্গম ,
কত কত সাধু সন্ন্যাসীর আগমন সেথা হয় দরশন !
তাইতো মোদের হৃদয়েতে গাঁথা স্রোতস্ততি তটিনী ,
ব্রহ্মপুত্র যমুনা গোমুখী গঙ্গা পর্বত প্রবাহিনী !
যেথা গোমুখ হইতে গঙ্গোত্রী বাহির পর্বত আরোহিনী ,
নদীমাতৃক দেশ যে মোদের মেঘনা পদ্মা তরঙ্গিণী !
নদীপটভূমি জাহাজ বন্দর গড়েছে পুন্য তীর্থভূমি ,
কতই মানুষ জুটে যে সেথায় হয় মানব সম্মিলনী !
সিন্ধু কাবেরী নর্মদা গোদাবরী ঘিরে ভারত ভূমি ,
নদীমাতৃক ভরতবর্ষে জন্মে মোরা নিজেকে ধন্য মানি !
*************
দুপুর -১২ : ১১ মিনিট !
০২ / ০৭ / ২৪ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !