নবীনেরা আজ জাগে হুঙ্কারী ,
চলেছে সবাই আজিকে ফুকারী ।
সব অন্যায়ের চাই  প্রতিকারি  ,
দুর্বৃত্তের বিনাশ হোক শিগগিরি  ।

অন্যায়ের আজ হোক প্রতিকার  ,
সত্যের হোক ন্যায্য সুবিচার  ।
যাদের হস্তে স্বাস্থ্যের দায়ভার ,
তারাই হলো ব্যভিচারের শিকার  ।

ওদের ভয় দেখানোর নাই কারণ  ,
ওরাই সবার বাঁচায় স্বাস্থ্য ও জীবন  ।
মরনের ভয় ওরা করেনা অকারণ  ,
ওরা বরাভয় নাদিলে ভুগবে সর্বজন  ।

ওরা থাকবে দেশে যতক্ষণ ,
মানুষের জন্য ওদের জীবন পন ।
ওরা সুস্থ করে জীবন থাকে যতক্ষণ ,
সমাজের জন্য ওরা করে জীবন পন ।

ওরাই আছে বলে সুস্থ সর্বজন ,
না থাকলে অসুস্থ সমাজ জীবন  ।
ওরা মানুষের দান করে জীবন  ,
ওরা মাহাত্ম্য ওরাই মহাপ্রাণ ।

ওরা আছে বলেই রোগে মুক্তি পাই ,
ওরা  আছে বলেই সুস্থ আছি তাই  ।
ওরা আছে বলেই রোগের ভয় নাই  ,
ওরা আছে বলেই নিশ্চিত থাকি সবাই  ।
  
**************

বিকাল - ৩ : ৪২ মিনিট  ।
২১ / ০৯ / ২৪ শনিবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।