এপার থেকে ওপার প্রান্ত ,
নেই কোনো আদি অন্ত !
ছুটছি মোরা হয়ে ভ্রান্ত ,
কবে পাবো তার বৃত্তান্ত !
কাশ্মীর থেকে কন্যাকুমারী ,
কেবলি আমরা ঘুরে মরি !
যেথায় রয়েছে প্রকৃতি সুন্দরী ,
কুসুমে কুসুমে সাজে অপ্সরী !
নদী সাগর পাহাড় প্রবর ,
যেথায় শোভন অতীব সুন্দর !
ছোট নদীনালা উর্মি খরতর ,
ফুল ও ফলে ভরে বনান্তর !
আকাশেতে হাসে নীল ধ্রুবতারা ,
কত সাধ জাগে তাকে সাথী করা !
কতদূরে গিয়ে পাবো তারে ধরা ,
তথ্য বিজ্ঞান দিলো তার ইশারা !
দেশ হতে দেশ লইয়া আরোহী ,
বুকে লয়ে ভাসে আকাশেতে উড়ি !
তার সাথে ভাসে কতশত যাত্রী ,
বিজ্ঞানের দান নভে নভশ্চারী !
ফ্রান্স প্যারিস জার্মানি আমেরিকা ,
সুইজারল্যান্ড বেলজিয়াম হল যে দেখা !
ফ্রাঙ্কফোর্ট ইতালি মনে হল আঁকা ,
আশা হলো পুরন মনে ছিল আকাঙ্খা !
****************
বিকাল - ৪: ০৬ মিনিট !
১১ / ০৬ /২৩ বুধবার !
কঙ্কর = আমেরিকা (ইউ ,এস ,এ ,)