২০২৪ তোমায় করি আহবান করে নব
নববর্ষ বরন,
২০২৩ নিয়ে যাও যত গ্লানি জনমের মতন ।
নূতন স্বপ্নাবেশে নিয়ে এসো নূতন বৎসর ,
চলার পথ সুরু হোক জীবন হোক সুখকর ।
গ্লানি মলিনতা দূরে ঠেলে এলো বছর নূতন ,
নূতন সূর্য হলো উদয় ঘুচুক যত গ্লানি পুরাতন ।
ভালো থেকো সুখে থেকো যেথায় যে আছ আত্মীয় স্বজন ,
মন্দ দ্বন্দ্ব প্রতিহিংসা মুছে গিয়ে আসুক ভালোবাসার বন্ধন ।
এসো নবীন এসো নূতন ধূয়ে দিয়ে যত ক্রোধ হিংসা ক্রন্দন ,
বাঁধ সবে নুতন আলোর ডোরে স্নেহ ভালোবাসারে অনুক্ষণ ।
যত কালো দূর হোক সুরু হোক নব চেতনার উন্মেষ ,
হাতে হাত ধরে যা ভালো তাই হোক মঙ্গলের বিশেষ ।
পুরানোর গ্লানি মন্দ কালি মুছে দিয়ে হাসুক নূতন সূর্য ,
শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে নবদিগন্তে ভরুক নূতন তুর্য্য ।
মন ভরে প্রাণ ভরে হৃদয় ভরে নববর্ষেরে করি আলিঙ্গন ,
কাব্যে গানে ছন্দে আনন্দে গীতি গন্ধে হোক সবে মগন ।
নূতন সূর্য দাও আলো আজি প্রাতে নব কিরণ কর বিকিরন ,
নব আলোতে ধুয়ে যাক মুছে যাক স্নিগ্ধ হোক নব কিরণ ।
*****************
বেলা - ১১ : ০৫ মিনিট ।
০৩ / ০১ / ২৩ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।