প্রতিপদ হতে নবমী দিন পর্যন্ত নবরূপে ,
হিন্দুরা মাকে নয় রাত্রি পূজে ভক্তিভাবে ।
নয়রাত্রি নয়রূপে ভক্তের পূজা করেন গ্রহন,
নবরূপে জগন্মাতা নবরাত্রিতে করেন আগমন ।

প্রতিপদে শৈলরাজ সূতা উমা শৈলপুত্রী রাজে ,
বৃষ বাহন তাঁর ত্রকহস্তে ত্রিশূল অন্য হাত সরোজে  ।
দ্বিতীয়াতে পূজে সবে মাকে যোগিনী ব্রহ্মচারিনী ,
একহাতে কমন্ডলু ধরে অন্যহাতে মালা জপেন তিনি ।

তৃতীয়ায় চন্দ্রঘন্টা রূপ দেবী করেন ধারন  ,
মস্তকে চন্দ্র হস্তে ঘন্টা তাঁর গজরাজ বাহন ।
চতুর্থীতে কুষ্মান্ডা নামে মাতা পরিচিতা হন ,
ত্রিতাপ কুষ্মা নিজের অন্ডে মা করেন ধারন  ।

পঞ্চমীতে পূজিতা দেবী নাম তাঁর স্কন্দমাতা,
বীরযোদ্ধা দেব সেনাপতি স্কন্দনের মাতা ।
কার্যালয়ে ঋষি কন্যা নাম তাঁর কাত্যায়নী ,
নবদূর্গার ষষ্ঠরূপে সর্বপূজ্যা তিনি জগৎজননী ।

কৃষ্ণবর্না আলুলায়িত কেশ ত্রিনেত্রি বরাভয় দাত্রী ,
তিনহস্তে অস্ত্র ধরা তাঁর গর্ধব বাহন দেবী কালরাত্রি ।
পদ্ম ত্রিশূল ডম্বরু তিন হস্তে ধরা ষাঁড় তাঁর বাহন  ,
চতুর্থ হস্তে বরাভয় প্রদান করেন মহাগৌরী নাম  ।


সিংহবাহিনী দেবী চার হস্তে আশীর্বাদমুদ্রা করেন দান ,
নবরূপে পূজিতা দেবী নবরাত্রিতে সিদ্ধিদাত্রি তাঁর নাম  ।
এই নবরূপে নবরাত্রিতে নবম নামে মাতা জগতে পূজিতা  ,
বিশ্বে নবরূপে নবনামে নয়রাত্রি দেবী হয়েছেন আবির্ভূত ।

                     *************
দুপুর  - ১২: ০১ মিনিট,
০৪ / ১০ / ২৪ শুক্রবার  ।
কোলকাতা ।