অঘ্রাণে আমন ধান ,
               নবান্ন উৎসব ,
ঘরে ঘরে লক্ষ্মী পূজো ,
               আনে অতুল বৈভব !
অঘ্রাণে নলেন গুড়, ,
                 হয় যে মিঠাই ,
ছেলে বুড়ো সবে মিলে ,
                 মেতেছে সদাই !
আমন ধানের গন্ধে ,
               মাঠ ভরে যায় ,
চৌদিকে পাকা ধান ,
             সোনা ঝরে তায় !
ধান কেটে চাষী ভাই ,
             ঘরে নিয়ে যায়  ,
ঝেড়ে -মেড়ে ঘরে তুলে ,
           ধান ভরে  গোলায়  !
আমন ধানেতে হয় ,
                নবান্ন উৎসব ,
ঘরে ঘরে লক্ষ্মী পূজো ,
            রান্না হয় মা'লক্ষ্মীর ভোগ !

                    ********

সন্ধ্যা - ৭:৩০ মিঃ , ডেবরা ,
০৫ /১২ /২০১৭ ,মঙ্গলবার !