কখনো রদ্দুর কখনো বৃষ্টি ,
বিধাতার একি অপরূপ সৃষ্টি ।
কখনো আনমনে লুকোচুরি খেলে ,
মেঘের আড়ালে চাঁদ আকাশের কোলে ।
বনে বনে বনবিথী সাজে থরে থরে ,
গাছে গাছে কুহু কেকা গানে গানে ভরে ।
আকাশে মেঘ পরীরা ভেলা বেয়ে যায় ,
গুমরি গুমরি মেঘ গুরু গুরু গরজায় ।
কখনো নীলাকাশে দিয়ে সারি সারি ,
সাদা বক ভেসে ভেসে যায় উড়ি উড়ি ।
ভাদর আশ্বিন মাসে ফুলে ফুলে ভ্রমর বসে ,
মায়ের আগমণী ধ্বনি বাজে আকাশে বাতাসে ।
আশ্বিনেতে বাপের বাড়ী আসবেন ভগবতী ,
সঙ্গে নিয়ে কার্তিক গনেশ আর লক্ষ্মী সরস্বতী ।
শাপলা শালুক ফূটেছে ঐ কাজলা দীঘির জলে ,
মরাল পিছে মরালী ধায় কাজল কাল জলে ।
মাছরাঙাবৌ ডুবে ডুবে ঠোঁট দিয়ে মাছ ধরে ,
জেলে জেলেনী জ্বাল কাঁধে যায় নদীর ধারে ।
চারিদিকে পূজো পূজো গন্ধে মেতে উঠে পাড়া ,
পূজোর গন্ধে আনন্দে ছন্দে সবাই দিশেহারা ।
***********
সন্ধ্যা - ৬ : ০০ টা !
১৮ /০৯ /২৩ সোমবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !