ভালোবাসি ভালোবাসি মুখে বলা যায় ,
মন থেকে ক'জনে এই ভালোবাসা পায় ।
ভালোবাসা পরম প্রাপ্তি স্বার্থের দুনিয়ায় ,
ভালোবাসা পেতে ভালো ব্যবহার হতে হয় ।

দুনিয়াতে ভালোবাসা সবার সমান হয়না ,
মায়ের ভালোবাসা স্বর্গ সম মন ভরেনা ।
প্রিয়ার প্রেম  ভালোবাসা মনের মত আয়না ,
ভাই বোন পুত্র কন্যার ভালোবাসা নদীর বন্যা ।

অন্যকে ভালোবাসা জানায় প্রীতি শুভেচ্ছা ,
স্বদেশ দেশবাসীকে ভালোবাসা অন্তরের ইচ্ছা ।
দেশকে ভালোবেসে শহীদ হলো কত মায়ের বাছা ,
সবাইকে ভালোবাসতে লাগে মনের সদ ইচ্ছা ।

মাতার  ভালোবাসা মনের মণিকোঠায় তার স্থান ,
অন্যের ভালোবাসা ভালোবাসার পরিবর্তে সম্মান ।
মাতৃভূমিকে ভালোবাসে রাখতে জন্মভূমির মান ,
জননী জন্মভূমি মা যে আমার স্বর্গের হতে বড় স্থান ।

জন্মভূমি মাগো আমি তোমায় ভালোবাসি ,
তাইতো আমি বারে বারে তোমার কাছে আসি ।
মায়ের মুখে মধুর হাসি জন্মভূমির সবুজ রাশি ,
স্বদেশ আমার জন্মভূমি মাগো তোমায় ভালোবাসি ।

       *******************
রাত্রি - ৮ : ৩৩ মিনিট ।
২৭ / ০৩ / ২৪ বুধবার ।
কোলকাতা ।