আজ এসেছে সুদিন বেকার হবেনা এদিন ,
শ্রম দিবে ষোলো আনা  হবেনা তা মূল্যহীন !
টাকা মাটি মাটি টাকা এ কথাটা নয়  ফাঁকা ,
টাকাই তো শ্রেষ্ঠ থাকা টাকা দিয়ে স্বপ্ন  আঁকা !

যার টাকা না থাকে তার জীবনটাই  তার ফাঁকা ,
টাকা নাই যার সে দুনিয়ায়  সদাই একা একা !
টাকার পেছনে ঘু রে সারা  দুনিয়ার চাকা ,
চাকা যদি না ঘুরে  তাহলে দেখা নাই টাকা !

টাকাতে   জীবন বাঁচে  টাকার জন্যে  মরন ,
টাকার বদলে ভালোবাসা না দিলে মৃত্যু বরণ !
টাকা দিলে তুমি আমার আমি তোমার প্রিয়জন ,
টাকা না থাকলে তোমায় আমি চিনিনা কখনও !

টাকায় জীবন বাঁচে মৃত্যুও আনে টাকায় বন্ধন ,
টাকা থাকলে সুস্থ দুঃস্থের বাঁচে জান জীবন !
টাকা থাকলে আসমানের শূন্যে ভাসা যায় ,
টাকা থাকলে সৎ মানুষের হয় জীবনের ভয় !

টাকায় টাকা আনে বটে কিন্তু মনে শান্তি আনেনা,
টাকায় বড়লোক হয় কিন্তু বড়মানুষ হয় না !
টাকায় থাকলে ভদ্র পোশাক পরলেই ভদ্র হয়না,
টাকা থাকলে সুন্দর সাজে মন সুন্দর হয়না !

           ************
রাত্রি - ৯ : ১৮ মিনিট !
০৮ / ০৫ / ২৩ সোমবার !
কোলকাতা !