নীল আকাশে নীল পরিরা
                ভাসিয়ে মেঘের ভেলা ,
জল ভরতে চললো তারা
             সবাই নিত্য সারা বেলা ।

জল ভরতে যাচ্ছে তারা
            ঐ সাগর কিনারে ,
যেতে পথে হেথা হোথা
              বৃষ্টি হয়ে পড়ে ।

হাওয়ার সাথে মিতালী করে    
               যাচ্ছে কোন সুদূর দেশে ,
আবার ফিরে আসবে তারা
                বর্ষা নামলে এসে ।

ওগো মা গঙ্গে মাগো মা গঙ্গে
                তোমার পবিত্র ঐতরঙ্গে ,
ভাসিয়ে দিলেম জীবন সঙ্গে
              দিওমা আশীষ শুভ শুভঙ্গে  ।

তোমার ঐ পবিত্র জলে
            কতনা পুন্যের ফলে ,
অবগাহন করে সকলে
            পাপ ধুয়ে যাবে বলে ।

তোমার ঐ পবিত্র জল
          মাথায় তুলে নেয় সকল ,
প্রার্থনা করে বলে "মাগো
            মুক্ত কর পাপের ফল " ।

  ********************
রাত্রি -৯ : ২০ মিনিট !
০২ /০৫ / ২৩ মঙ্গলবার !          
কোলকাতা !