মানুষ নামের মুখোশ পরে করছে মানুষ শয়তানী ,
সব কিছুই বুঝে সুঝে বলছে আমিই মহাজ্ঞানী ।
না আছে বোধ বুদ্ধি বলে আমিই সবকিছুই জানি ,
কাজের বেলায় অষ্টরম্ভা শুধু বুদ্ধি আঁটে শয়তানি ।
গুরু বলেন শোন বৃপু শোন যা বলি আমে সংক্ষেপে ,
পাঁকে থেকো পাঁক মেখোনা কাজ করে যাও নিঃস্বার্থে ।
স্বার্থ ছাড়া ভালোবাসেনা স্বার্থছাড়া কোন মানুষ নয় ,
কড়ায় গন্ডায় বুঝে নেবে যখন আসবে তার সময় ।
মানুষ নামের নামাবলি গায় হারিয়ে বিবেক কোথায় ,
হাটে বাজারে দোকান পাটে দিন দুপুরে লোক ঠকায় ।
নাই মান সম্মান লোকলজ্জা ধর্ম অধর্ম পাপ পুন্যের ভয় ,
যেখানে যা পায় লোক ঠকায় সুযোগ পেলেই হাতসাফাই ।
মানুষ হয়ে মানুষ ঠকায় মনে মনে বড় আনন্দ পায় ,
মানুষ ঠকিয়ে মনে দুঃখ নাই আনন্দে সে দিন কাটায় ।
ভাবে কিসের দুঃখ কিসের ভয় ব্যবসাবিনে লাভকি হয় ,
তাহলে আর কিসে দুঃখ হয় সৎপথে থাকে কি সমুদয় ।
ধন সম্পদ গাড়ী বাড়ী করতে হলে হতে হবে মুখোশধারী ,
নইলে তুমি মরবে দুঃখে যদি তুমি থাক সৎ ধর্ম আচরি ।
********************
রাত্রি - 9 : 34 মিনিপ ।
01 / 06 / 24 শনিবার ।
কোলকাতা ।