তুই কি আমায় ভুলেই গেলি
বুঝি পড়ে আর মনে ,
সেই তো কবেই গেলি চলে
এলি না আর প্রয়োজনে ।
তোর কথা আর ভাবিনাকো
করিনা আর মনে ,
মনে খারাপ আর হয়না আমার
জল আসেনা নয়ন কোণে ।
তোর কথা আজ মনের ভেতর
আবছা হয়েই আসে ,
তোর কথা হয়তো যাবোই ভুলে
উঠবেনা মনে ভেসে ।
মন থেকে তুই হারিয়েই গেলি
হারানোর কিইবা রইলো বাকি ,
হেরে যাওয়া মনটা আমার
মানবেনাকো আর ফাঁকি ।
তোর কি আমায় পড়বে মনে
আসবো যখন ফিরে ,
এসে দেখছি তুই হারিয়ে গেছিস
কোনো মুখোশধারীর ভিড়ে ।
মুখোশধারী মানুষ যত
ঘুরছে দিকে দিকে ,
স্বার্থমগ্ন মানুষ ঘুরছে
সব স্বার্থ নিয়ে বুকে !
*************
রাত্রি - ৮ : ৫৬ মিনিট ।
২১ / ১১ / ২৪ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।