স্বদেশভূমি মাতৃভূমি তোমারে জানাই প্রণান ।
তোমার বুকে জন্ম লভিয়ে আমরা ধন্য লাম ।
শত শহীদের বুকের রুধিরে রাঙলো তোমার মাটি ,
স্বদেশভূমির মাটি খাঁটি সে যে সোনার চেয়েও খাঁটি !
মাতৃভূমি স্বদেশভূমি তোমায় জানাই প্রণাম ,
তোমার মান রক্ষা তরে কত শহীদ হলো জোয়ান !
মাগো তোর কোলেতে জন্ম লভিয়া আমরা ধন্য হলাম ,
তাইতো তোর মান বাঁচাতে শহীদ হলো কত জোয়ান !
তোমার কোলে জন্ম লভিয়া থাকি কত সুখে ,
হেসে খেলে ছুটে বেড়াই তোর এই সবুজ বুকে !
শৈশবে ছিলাম সুখে কৈশরেতে খেলি তোরই বুকে ,
যৌবনে কর্মে থেকে বার্ধক্যে ঘুমাই তোরই বুকে !
তোর কোলেতে জন্ম মাগো মরন তোরই বুকে ,
এমনি করে ভালোবাসতে যেন পারি মাগো তোকে !
অন্ন দিলি বস্ত্র দিলি জল বায়ু দিলি ভালোবাসা, জনম জনম তোর বকে আসি এইটুকুই আশা !
******************
রাত্রি - ৭ : ৩০ মিনিট !
১৪ / ০৬ /২৩ বুধবার !
রবীন্দ্রনগর =মেদিনীপুর !