এসো মৃত্যু বসো পাশে ,
ভালোবেসো হেসে হেসে ।
তুমি আমার বড় আদরের প্রিয়জন ,
তাই তোমায় আদরে ডাকি সারাক্ষণ

মরার আগেই মরছি হাজারবার ,
তাইতো তোমায় খুঁজি চারিধার ।
সুধাই তোমায় কোথায় তোমার ঘর ?
কোন সে দেশে গ্রাম না শহর ।

কষ্ট পলে তুমি কি কাঁদো হাসো ?
তুমি কারেই বা বেশী ভালোবাসো ।
আমার থেকে তোমার বেশী আপন কে ?
যাকে তুমি বেশী ভালোবাসো আমার থেকে ।

তুমি কি সুপুরুষ নাকি সুন্দরী নারী ?
আমি সঠিক তাই বুঝতে নাহি পারি ।
তুমি কাহারে দিয়েছো কি তোমার বেশি  ভালোবাসো কাকে , কে বেশী আপন ?

কেউ কি তোমায় আদর কোরে করে আমন্ত্রণ ,
কেউ যদি না চায় তারেও তুমি কর নিমন্ত্রণ ?

           *****************
সকাল - ১১ : ০৬ মিনিট ।
২৯ / ১২ / ২৩ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।