প্রাণ যখন ছিল দেহে কেউ ছিলনা পাশে ,
আজ আমার প্রাণ হীন দেহ সবাই ঘিরে আছে।
যখন আমি বেঁচে ছিলাম কেউ খবর নেয়নি কখনো ,
আজকে তারাই চোখের জলে শোকে দুঃখে মুহ্যমান ।
যখন আমার ছিন্ন বসন ছিল সারাজীবন ধরে,
কেউই তখন বলেনা একখান কাপড় তুই নেরে।
আজকে আমার নিথর দেহ অনাবৃত যখন পড়ে ,
দামী নূতন বস্ত্র দিয়ে মৃত দেহখানা দিলে মুড়ে ।
সবাই জানে আর কোন দিনও আসবোনাক ফিরে,
তবুও সবাই চোখের জলে ফুলমালায় দিলো ভরে।
দিনের পর দিন যখন ছিলাম উপসী হয়ে ঘরে ,
একমুঠো খাবার দেয়নি কেউই সেদিন আদর করে।
কেউ কখনও দেয়নি খেতে আমায় আদর করে ডেকে ,
আজকে আমার নিথর দেহে ঘি মানিয়ে থৈ দিচ্ছে মুখে।
জীবদ্দশায় অনাহারে ঘরে বসে খিদার জ্বালায় কষ্টে দুঃখে ,
এখন মৃত দেহে ফুল তুলসী সাজিয়ে কাঁধে তুলল আমাকে।
মৃত্যু এতো সুখের হয় বুঝিনিতো কোনও দিন আগে ,
বাঁচার চেয়ে মরণ ভালোই এই স্বার্থপর অজ্ঞ সমাজে ।
বাঁচার মরণ সবই এক দেখি এই পৃথিবীটার মাঝে ,
বাঁচতে হলে মরতে হবে এই বিবেকহীন সমাজে ।