সহ্য ধৈর্য্যের সীমা যখন অতিক্রম করে বার বার ,
তখনই মনের মধ্যে সঞ্চার হয় প্রতিশোধ নেওয়ার ।
মানব অত্যাচারে জর্জরিত সর্বংসহা এই মেদিনী,
ভবিতব্য ভবিষ্যতে ব্যহত দৈনন্দিন জীবন ভাবেনি ।
আমার অঙ্গ প্রত্যঙ্গের উপর দুর্বিসহ অসীম অত্যাচার ,
জলাভূমি ভাতিয়ে শ্যামল সবুজ বনানী কেটে ছারখার ।
কি করে সহি বলো এ দুর্বিসহ অবিশ্বাস্য এতো যন্ত্রণা ,
সন্তান স্নেহে ধরেছি বক্ষে বুক ফাটে মুখ যে ফোটেনা।
আজ আর সহিতে নারি এ দুর্বোধ্য যন্ত্রণা বারংবার ,
তাই আজ বুমেরাং হয়ে মানব সমাজে মারিছে আছাড় ।
হয় খরা নয় ঝরা কিংবা শীতল বনতল বৃক্ষশূন্য মরুময় ,
জলাশয় মরুভূমি তপ্ত মরুভূমি সম অগ্নি বর্ষণ সদা হয় ।
আমার ভূভাগ সৌন্দর্য্য সবে নিত্য নিত্য করলি ছারখার ,
নিজেরাই মরণ গর্তে খুঁড়ে সেই গর্তেই পড়েছিস এইবার ।
বৃক্ষরাজি কেটে করে সবে বড় বড় দালান বাড়ী অট্টালিকা ,
নিজেদের লভ্যাংস লোভেবোঝেনা ডেকে আনে মৃত্যু বিভীষিকা ।
জলাশয় মহাশয় জীবন রক্ষা হয় জল ছাড়া বাঁচেনা জীবন ,
সেই জলাশয় করে বন্ধ নগরী শহর গড়ে ডেকে আনে মরণ ।
প্রকৃতির বুকে মানবকুল অহরহ ছিনিমিনি খেলে সারাক্ষণ ,
নিজেরাই বোঝেনা কি ভীষণ মৃত্যুর বিভীষিকা করে আমন্ত্রণ ।
****************************
সন্ধ্যা - ৬ :১৪ মিনিট ।
৩১ / ০৫ / ২৪ শুক্রবার ।
কোলকাতা ।