বীর প্রসবিনী জন্মভূমি আমার সবুজ শ্যামলী মা ,
গর্ভধারিনী জননী আমার জন্মদাতৃ মাগো অনন্যা ।
স্বপ্ন সুন্দরী আমার জন্মভূমী সোনার বাংলা মা ,
মায়ের চরণ চুমে আমার নেই অহংকারের সীমা ।
মাগো আমার গরব আমার জন্মেছি এই দেশে ,
আমার জীবন ধন্য হলো তোমায় ভালোবেসে ।
এই দেশেতেই জন্মেছিলেন বীর শহীদ ক্ষুদিরাম ,
এই দেশেতেই ধ্বনিত হয়েছে মাতৃ মন্ত্র "বন্দেমাতরম"।
এই দশেরই বীরকন্যা প্রীতিলতা আর মাতঙ্গীনি হাজরা ,
দেশের লাগি প্রাণ সঁপে স্বাধীনতা এনেছিলো বীরাঙ্গনারা ।
মাতৃভূমীকে ভালোবেশে দান করে নিজে জীবন শক্তি ,
ব্রিটিশদের পরাধীনতার হাত থেকে দেশকে করলো মুক্তি ।
সবুজ শ্যামল দেশের মাটি যে আমার সোনার চেয়েও খাঁটি ,
দেশ জননী মাতৃভূমি সবার সেরা সবার বড় পূণ্যভূমির মাটি ।
আমার দেশের বীর জোয়ানেরা যারা বলি দিয়ে নিজের প্রাণ ,
স্বাধীনতা আনলে ছিনিয়ে রাখলো জন্মভূমি মাতৃভূমির মান ।
মাগো তোর বুকেতে ঘুমিয়ে আছেন মোদের পিতৃ পিতামহ ,
তুই যেগো মা চির আরাধ্যা মাতৃভৃমি জড়িয়ে রাখিস দিয়ে স্নেহ ।
**********************
বিকাল - ৩ : ৫৬ মিনিট ।
১৫ / ১২ / ২৩ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।