মন ঘুড়ি ,
চলছে উড়ি ।
লাটাই গুঁড়ি ,
জোরসে ধরি ।
হ্যাঁচকা মারি ,
সূতো টেনে ধরি ।
কাগজের ঘুড়ি ,
বাতাসে উড়ি ।
মারলে টান ,
যাবে ছিঁড়ি
চলছে উড়ে ,
কোন সুদূরে ।
মানেনা মানা ,
কোন প্রকারে  ।
কোথায় কখন
করে গমন  ।
উড়ছে মন ,
যখন তখন ।
ঘুড়ি উড়ে যেমন ,
মনটাও অধরা তেমন ।
মানেনা  মানা ,
ধরে বায়না ।
হেথা হোথা যায় ,
মনে হয় যখন ।

***********
রাত্রি - ৮ : ৩০ মিনিট !
০৬ / ০৬ / ২৩ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !