মনের মানুষ মনে নাই,
মনকে আমি বলি তাই ।
ভুলো মনে ভুলে যাই ,
মনে মনে বোঝাই তাই ।
মনের ঘরে করি যতই আঘাত ,
চুপ থাকে মন নাকরে প্রতিবাদ ।
মনকে দিই তাই কত অপবাদ ,
মন আসে ফিরে নাই অবসাদ ।
মনে মনে বলি মনের কথা ,
মন বোঝে না মনের ব্যথা ।
মনকে শুধাই কত মনের কথা ,
মন না মানে সে সব কথা ।
মনের ঘরে দিই যে তালা ,
ডাকি সেই কানু কৃষ্ণ কালা ।
ঘুচাও কালা এই মনের জ্বালা ,
মনোমন্দিরে এসো চিকন কালা ।
মন পূজে তোমায় মনে মনে ,
ডাকি তোমায় মনের সঙ্গোপনে ।
জাগো মনোমন্দিরে হৃদয়াসনে ,
মনে মনে করবো পূজা গোপনে ।
মন জানেনা প্রভু তোমায় বিনে ,
তাইতো তোমায় ডাকি মনে মনে ।
ডাকি মনে তোমায় শয়নে স্বপনে ,
সুরলোক হ'তে এসো মনো সিংহাসনে ।
************
রাত্রি - ৭ : ৪৫ মিনিট ।
২৩ / ০৯ / ২৩ শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।