মন যে খোঁজে মনের মাঝে ,
কোথায় কখন হারালো যে ,
তারে আমি পাইনা খুঁজে ,
সে ছিলো যে মনের মাঝে ।

হৃদয় আমার আলো করে ,
কোথায় সেযে দাঁড়ালো রে ,
তারে খুঁজি হৃদয় মন্দিরে ,
মুদলে চোখ দেখি যে তারে ।

সে যে আমার পরম ধন ,
হৃদয় আলো করে যখন ,
তখন আমি নিদ্রায় মগন ,
তারে দেখি সুখ স্বপন ।

স্বপ্নে আমায় কয়ে দিলো ,
এতো চিন্তা কেন কর বলো ?
কাছে আছি সদাই আঁখি খোল ,
নাম গান সদাই মনে বলো ।

সদানন্দময় যে আমি ,
আমার চিন্তা করো তুমি ।
নামে মোক্ষ লাভ স্বর্গভূমি ,
পরম সত্যই এই জেনো তুমি ।

কোথায় তুমি খোঁজ তাকে ,
সে বিরাজে হৃদয় মাঝে !
চোখ মুদে দেখ অন্তরে যে ,
সদাই সে হৃদয়ে বিরাজে !
  
*************
বিকাল - ৪ : ৩০ মিনিট !
০৪ / ১০ / ২৩ বুধবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !