বৃষ্টি আসে বাজ পরে ওই "মখা " আসে ,
কড়াত্ কড়াত্ বাজের আওয়াজ কান চাপি ত্রাসে!
চোখ ঝলসে বিজুলি আলো দুরু দুরু বুক ,
কত কত পারবন গেলো নেই কোন সুখ !
প্রাকৃতিক দুর্বিপাকে সবে খায় পাক ,
সুখ আনন্দ বিসৰ্জন যায় সবই যাক !
ঝড় বৃষ্টি দুর্যোগে ঘর বাড়ি ভাসায় ,
গাছ উপড়ে ডাল ভেঙে শূন্যে তুলে আছড়ায় !
ভৈরব সম আসে মখা সাগরের জল শূন্যে তুলে ফেলে ,
বেলাভূমির বালু সব ঘুরিয়ে ঘুরিয়ে শূন্যে তুলে !
শত শত গতি বেগে ঝড় ধায় মায়ানমার দিকে ,
সুন্দর বন না অন্য্ কোথাও গিয়ে আছড়ে পরে সে !
পুলিশের করে ক্যানভাস বিপদ সীমার বাইরে সবাই যাও ,
মখা এসেছে ভাই সুরক্ষা যাহাতে তোমরা পাও!
খাবার জল থাকবে নাকো খাদ্যা খাদ্য হবে যে অভাব ,
গাছ উপরে তুলে বাড়ী ভেঙে উপরে উঠে জলোচ্ছ্বা স !
সরকারি যানবাহন খাদ্য জল সবই প্রস্তুত ,
সব কিছু ত্রাণ কার্যের ন্যাবস্থা করেছেন সরকার বাহাদুর !
****************
রাত্রি - ৯ :৪৫ মিনিট !
১৫ /০৫ /২৩ সোমবার !
কোলকাতা !