মনুষ্য চরিত্র অতি আশ্চর্যময় ,
একই অঙ্গে ভিন্ন রূপ ভিন্নসময় !
মুখে মিষ্টি গতি ধীর মনে তার বিষ ,
মিষ্টি হাসি মধুর বাক্য ভুলে অহর্নিশ !

বচনে মিষ্টি ভাষ অতি সুমধুর ,
অন্তরে গরল সদাই ভরপুর !
সদাই কুনজরে বিশ্বসংসার  ,
কুঅনু সন্ধান করে সদাচার !

অন্তরে পায় না সৎ স্থান ,
সর্বদাই অন্যের মন্দ চান !
ভালোমন্দ নেই তার জ্ঞান ,
সদাই অন্যের ক্ষতি চান !

অসৎ আচরণ কু মতলব ,
সৎ ভাবনা করেনা অনুভব !
মনে নেই কোন দ্বন্দ্ব দ্বিধা ,
কুকর্মে নাই কোন অন্যথা !

প্রাণীর মধ্যে বড় মনুষ্য মন ,কুস্থান হতে তুলে আনে কাঞ্চন!
যায়না বিফলে তার জনম  ,
সুকৃতি আহরণ অতি আশ্চর্যম !
       *******
রাত্রি -১০ : ১০ মিনিট !
১৪/ ০৭ /২৪রবিবার !
কোলকাতা !