মনুয়া পাখী আসবে কবে পলকে গেল চলে  ,
ফিরে কবে আসবে হেথা গেলনা সে বলে  ।
কান্না হাসি মিশিয়ে জেনো এই জীবন চলে ,
যাওয়া আসা পথের দেখা চলার পথে হলে ।

যায় কি সদা একলা ঘরে থাকা বসে বসে ,
জীবন খানা চলার পথে মন থাকে কার আশে ।
আকাশে যখন উড় পাখী যাও তুমি কোন দেশে ,
উড়ে তুমি যাও যে পাখী কোথায় কিসের আশে ।

ভাবি তোমায় ভুলে যাবো ভুলতে কি আর পারি  ,
অগোছালো স্মৃতি তোমার মনের খাতায় সারি সারি ।
কত আদরে যতনে তোমায় রেখেছিলাম  ধরে  ,
তোমার ছবি এঁকে রাখি আমার বুকে যত্ন করে  ।

তোমার স্মৃতি বুকে আমার কান্না হয়ে ঘুরে ,
তুমি আমার প্রেমের পাখী বুকের ক্ষত খাও কুরে ।
তোমায় হারানোর যন্ত্রণা থাকতে নাপারি সহ্য করে ,
মনের পাখী এসো কাছে তোমায় দেখি নয়ন ভরে ।

কোথায় তুমি হারিয়ে গেলে আসবে কবে ফিরে ,
আদেখা তোমার আর সহেনা মনতো শোনে নারে ।

                    **********
বেলা - ১১ : ২৭ মিনিট ।
১৯ / ১২ / ২৪ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।