ভালোবেসে ভালোবাসা শুধুই আহর্নিশ ,
সে কি সত্যিই ভালোবাসা না স্বার্থের বিষ ?
ভালোবাসে সবাই সব ভালবাসা নয় খাঁটি ,
অভিনয়ের ভালোবাসা শুধু স্বার্থে পরিপাটি ।

ভালোবাসার মুখোশ রঙীন বড় প্রিয়জন ,
নিজের স্বার্থে ভালোবাসা শুধুই প্রয়োজন ।
অতিরিক্ত ভালোবাসা শ্রদ্ধা ভক্তির আয়োজন ,
প্রবাদ প্রবচনে বলে "অতি ভক্তি চোরের লক্ষন''।

সদাই বলে তোমায় মন বড্ড ভালোবাসে  ,
আমার ঘ্রানে সদা তোমার চুলের গন্ধ ভাসে ।
তুমি চোখের আড়াল হলে আঁধার হেরি চোখে ,
তোমার সরল ভালোবাসা ভেসে বেড়ায় বুকে ।

না হেরিলে চোখে তোমায় কান্না আসে যেন ,
তোমায় ছেড়ে থাকবো একথা ভাবিনি কখনো ।
স্বার্থ লাগি ভালোবাসা মিথ্যে সুখের অভিমান ,
যতক্ষন স্বার্থ থাকে ততক্ষন সে বড়ই আপনজন ।

স্বার্থপরের মিথ্যা অভিনয় বড়ই সুন্দর অভিনয় ,
যখন তার অশ্লীলরূপ বেরোয় করার কিছুনা রয় ।
স্বার্থপর বড় পামর থাকেনা লজ্জা সম্মানের ভয় ,
কেমনে কার্য উদ্ধার হয় ছল চাতুরীতে সদাই রয় ।

            *************
বেলা - ১১ : ১৭ মিনিট ।
১২ / ১২ /২৪ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর ।