সুদূর সঘন আকাশ গগন ডাকছে নীলিমায়,
ডুবুরি এই মন যে আমার সাগর পানে ধায়।
সাগর তলে ডুব দিয়ে মুক্তো মানিক কুড়ায়।

প্রজাপতি মন যে আমার মেলে দিয়ে পাখনা,
আকাশ পানে উড়ে বেড়ায় কেউ করেনি মানা ,
কয় সে কথা মেঘের সনে বৃষ্টি হয়ে এসোনা।

মধুকর আর মধুপে হলো মিতালী ফুলবনে ,
অলি সেথায় যায় যে উড়ে গুনগুনিয়ে গুঞ্জনে ,
মেঘের মেদুর মেললো পেখম ঐ সূদূর পানে ।

সিঁদুর রঙে মেঘে রেঙেছে যেন রক্ত সন্ধ্যা ,
ফুলের বনে গন্ধ ছড়ায় ফুটেছে রজনীগন্ধা ,
ফুল তুলতে সাজি হাতে চলেছে ঐ সুনন্দা ।

আকাশ পারে আসা যাওয়া করছে ওই দক্ষিণ হাওয়া ,
মধুর লোভে ভোমরা আসে ফুলের পরে লুটিয়ে যাওয়া ,
মনে মনে কয় যে কথা মন সে করে নেওয়া দেওয়া ।

গুনগুনিয়ে মধুপ আসে ভোমরা  উড়ে উড়ে ফুলে বসে ,
কইছে কত মনের কথা  ফুলের সাথে মধু খাবার লালসে ,
মধুপ আর ভ্ৰমরের মধু মিতালী দেখে ফুলেরা ফেলে হেসে  ।

         *********************
সন্ধ্যা -  ৫ : ৩৮ মিনিট ।
০৪ / ১১ / ২৪ সোমবার  ।
রবীন্দ্রনগর =  মেদিনীপুর ।