টগর ফুলের মালা গ্যাঁইথে পইরব খোঁপার চুলে ,
চলনা সখী লাইচব সেথায় মহুল গাছের তলে ।
ধামসা মাদল বাজাং দিবে নাচের তালে তালে ,
মহুল ফুল ফুট্যে আছে মহুল গাছের ডালে ডালে ।
বো-হু বিটিরা ল্যাচবে বঠি কোমর হেলাঁই হেলাঁই ,
হেঁড়িয়া খাবে লাচ কইরবে বেনানী দুলাঁই দুলাঁই ।
ম্যাইয়া মরদ একস সঙ্গেতে ফূর্ত্তি কইরবে মেলাই ,
খাবে দাবে ফূর্ত্তি কইরবে লাচ গান কইরবে সেথায় ।
হীরণ খুড়ী বেণী পিসি বইলছে আমরাও সব যাছি ,
তুরা বঠি থ্যাইকবি সেথায় নাইলে ভাববি হেথায় আছি ।
পুইজবো সেথায় শিবঠাকুরকে বৈঁচিফলের মালা গাঁথি ,
ধূতরা আর কইলকা ফুলে পুইজবো শিবঠাকুর সারারাতি ।
কাইলকে হবে চড়কপূজা আইজকে জাগরনের রাতি ,
আয়না ভামী আয়না বামী আমরা আনন্দেতে সবে মাতি ।
বাজানা ধামসা বাজানা মদোল ল্যাইচবো মোরা সারারাতি ,
ওই দ্যাখনা তাকাঁই মেলায় বঠে জ্বইলছে হ্যাজাকের বাতি ।
ফুর্ত্তি হবে মেলাতে আমরা সবাই গাঁয়ের লোক মিলে বটি ,
সারা রাইতেই লাইচবো গাইবো সবাই একই সাথে জুটি ।
জাগরণের রাইতে একখেনেতে লাইচবে মিলে বো-হু বিটি ,
মিলন মেলায় মিলে সবাই খাওন দাওন হবে ক্যরব দিন রাতি ।
******************
রাত্রি - ১০ : ০৪ মিনিট ।
২৮ /০৫ /২৪ মঙ্গলবার ।
কোলকাতা ।