ভোরের বেলা পূব আকাশে তপন অরুণ রাগে ,
জানালা ফাঁকে সূয্যি মামা বলছে সবে ডেকে ।
সূয্যি মামা বলছে ডেকে উঠে পড় খোকা খুকি ,
সুয্যিকে ওই দেখতে পেয়ে জাগলো সূর্য্যমুখী ।
ভোরের বেলা ফুটলো আলো ছাড়লো পাখী নীড় ,
ব্যাগ হাতেতে চললো সবে বাজারে দ্যাখো ভীড় ।
সব্জি কেনে মৎস্য কেনে কেনে আলু পটল সীম,
কিনছে চাল কিনছে ডাল লবন তেল আর ডিম ।
সকাল বেলায় ফুলের ডালায় মালিনী তুলে ফুল ,
গামছা গায়ে গঙ্গা সিনানে চলে পুরোহিতের কুল ।
পুন্যার্থী সবে জুটে গঙ্গার ঘাটে পবিত্র স্নান সেরে,
পূজার ডালি কিনে মাকে পূজতে চলে মন্দিরে ।
সূর্য্যমূখী বলছে হেসে সূর্য্যিমামা এবার জাগো ,
তোমার জন্যে চনমনে মন আঁখি খুলেছি দ্যাখো ।
জাগলে তুমি খুলবো আঁখি আঁধার কালো হবে দূর ,
মাঠের পরে রাখাল ছেলে বাঁশীতে তোলে সুর ।
বাঁশের বাঁশী বাজায় বংশী মিষ্টি মধুর সুরে ,
সুর্য্যের আলো জাগে ভোরে নভোনীলে পাখী ওড়ে ।
*****************
দুপুর - ১ : ৩০ মিনিট ।
০৩ /০৪ /২৪ বুধবার ।
কোলকাতা ।