নিজের মানুষ নিজের নয়
       হলো আজ  পর  যেমন,
সব কিছুই আজ  বেসরকারী
            বর্তমানে এই  নিয়ম ।

হাই হ্যালো  দেখা হলে
           এই  শুধু মেকি  ভদ্রতা,
  মিষ্টি মুখে  কথা  বলা    
             নাই কোন সৌজন্যতা ।

বর্তমানে নাই আন্তরিকতা
            লোক  দেখানো মৌখিক ভদ্রতা ,
হালফ্যাসানে একি এলো সভ্যতা
                নাই সম্পর্ক  নাই স্নেহ  মমতা  ।

স্নেহ মায়া মমতা ভক্তি শ্রদ্ধা
             লোক দেখন্ত লেখা দেয়ার মাত্রা ,
নাই কোন রক্তের সম্পর্ক
             নাই কোন চক্ষু লজ্জা মানবিকতা।

তুমি  যখনি  যাকে  দিবে
         তখনই  সে তোমার আপন হবে ,
যখনই  পাওনা পেয়ে যাবে
          তখন আর তোমায় না  চিনবে।

           ************

সন্ধ্যা - ৬: ১৮ মিনিট  ।
২৪/০৭ / ২৪ বুধবার  ।
কোলকাতা  ।