মেঘ রাজা পালিয়ে গেছে মানব অত্যাচারে ,
ভয় পেয়েছে সেকি ভাই আসবে আর ফিরে ।

সাহস করে তবুও আসে ভাবছে ভয় আর নাই ,
দেখলো মানুষ তেমনই আছে কিছুই পাল্টে নাই ।

যান বাহনের ছড়াছড়ি নেইকো কিছু তার কমতি ,
অহোরাত্র চলছে তারা নিয়ে নিত্য নূতন যাত্রী ।

চলছে ট্রাম ট্যাক্সি গাড়ী বাস যানবাহন রকমারী ,
ডিজেল পেট্রোলের ধোঁয়া ছাড়ছে কতই রেলগাড়ী ।

দিনে দিনে বাতাস দূষণ হচ্ছে সব শহর ও নগরী ,
বিষক্রিয়ায় ভুগছে মানুষ জনজীবনে ফল তাহারি ।

আবাল বৃদ্ধ বনিতা সবাই কম বেশী ভুক্তভোগী ,
ঔষধ ডাক্তার সবার দরকার নইলে হবে রোগী  ।

এই ভয়েতে মেঘ রাজা ভাই ভয় পেয়েছে ভারী ,
মেঘ রাজা  উড়েই গেছে সাগর দিয়েছে পাড়ী ।

ভাবছে সে সুদূরে বসে ফিরে আসবে কি আসবেনা ,
ভাবনা শেষে আসবে কবে কেউই সে খবর রাখেনা ।

মানব আচার নয়কো ভালো মানবতা নাই মোটে ,
বৃক্ষ ছেদন বর্জ্য পরিত্যাগে দূষণ হচ্ছে রাস্তা ঘাটে ।

         *****************
দুপুর - ১ : ১৬ মিনিট ।
২৪ / ০৫ / ২৪ সোমবার ।
কোলকাতা ।