উড়ে যায় মেঘমালা নীলাকাশে ,
মেঘবালিকা হাসে তারই পাশে ।
পিঁজা তুলার মত মেঘ আকাশে ভাসে,
সাদা রেখা বকের সারি তার সকাশে ।
কখনো মেঘ তুমি উড়ে যাও আকাশ পারে ,
কখনো এলোকেশ তোমার যায় যে উড়ে ।
কখনো মেঘপালক হয়ে মেঘে ডানা মেলে,
কখনো মেঘবালিকা তুমি সাগরের জলে ।
সাগরে সাগরিকা তুমি মেঘবালিকা ,
শ্বেত মুকুট শিরে ধরে শ্বেত মালিকা ।
কালো সাদা মেঘের সারি আকাশ তলে ,
মেঘমালা হয়ে উড়ে চলো দুলে দুলে ।
যখন মেঘের কালো জমে উঠে আকাশে ,
আঁধার কালো মেঘ উড়ে উড়ে যায় ভেসে ।
দুলকি চালে নৃত্যের তালে তালে হেসে হেসে ,
যেন মেঘবালিকা মন উচাটনে চলে নিরুদ্দেশে ।
কোন দেশে যাচ্ছে ভেসে মেঘবালিকা ,
কন্ঠে দুলিয়ে চলে গজমতির মালিকা ।
**************
রাত্রি - ১০ : ৫০ মিনিট ।
২৫ / ০৪ / ২৪ বৃহস্পতিবার ।
কোলকাতা ।