তোমায় আমায় হঠাৎ করেই হয়ে গেল দেখা ,
আগেতো বেশ ভালই ছিলাম শুধু একা একা ।
সাত সকালে উঠে দেখি দু'পাশে পথের ধারে ,
কত শত ফুলের বাহার ফুটে রয়েছে থরে থরে ।
কতই তুমি বললে কথা মুগ্ধ হয়েই আমি শুনি ,
আকাশ পানে তাকিয়ে থেকে তারাগুলি গুনি ।
দেখেছি তোমার দুই চোখের যাদু দুই নয়নমণি ,
দেখেই আমি মুগ্ধ হলাম তোমার চোখের যাদুখানি ।
কবে হলো তোমার সাথে দেখা নেইতো সেদিন মনে ,
জানিনা আর কখনও হবে কিনা দেখা তোমারই সনে ।
তোমার আসার আশায় বসে আছি সময় খানি গুনে ,
আসবে কি আর এই পথেতে পড়বে কি আর মনে ।
কখন তোমার দেখা পাব মন থাকে আসার আশে ,
আসবে তুমি কইবে কথা আমার সাথে পাশে বসে ।
সেই আনন্দে মনের ভেতর তোমায় ছবি আঁকি শেষে ,
চারপাশে খুঁজে বেড়াই তোমায় বাড়ির আশে পাশে ।
আজও আমি ভুলিনি পথিক প্রথম দেখার সেই স্মৃতি ,
মনে পড়ে আজও তোমার মায়াময় মুগ্ধ হওয়া দৃষ্টি ।
**************
দুপুর - ২ : ০৫ মিনিট ।
০৪ / ১১ / ২৪ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।