দিন যায় ক্ষণ যায় মাস বছর যুগ যায় ,
যে সময় বয়ে যায় তা'ফিরে আসেনা হায় ।
কালের গহ্বরে পড়ে ঘূর্ণিপাকে সদা ঘুরে ,
নিরুপায় অবক্ষয়ে মাথা কুটে কুটে মরে ।
অবক্ষয়ের জটাজাল বিস্তারিয়ে মায়াজাল ,
চৌদিকে করে কামাল আজ সবে বেসামাল ।
চলমান অবক্ষয় লজ্জাদি সম্মানের নেই ভয় ,
গুরুজনে শ্রদ্ধা নয় কালের গহ্বরে মনুষ্যত্বর ক্ষয় ।
না ভাবে অগ্রপশ্চাৎ যা'ভাবে তাই করে তৎক্ষনাৎ ,
ঠেকায় কার আছে হিম্মৎ করে দিলাম বাজিমাৎ ।
কাল আছে ওৎ পেতে অবক্ষয়ের নিত্য নূতন পথে ,
মায়াজালে পড়ে আজ আনন্দেতে সবে থাকে মেতে ।
সব আছে কিছুই নাই চতুর্দিক দেখি ফাঁকা পাই ,
অবক্ষয়ের চাপা আগুন চারিদিকে ছড়ায় তাই ।
কালের গহ্বরে পড়ে মরে সবে আজ খাবি খায় ,
অবক্ষয়ের ধ্বংস লীলা চারিদিকে ছড়িয়ে যায় ।
কালাত্মক অবক্ষয় সংক্রমিত আজি গতিময় ,
প্রতিকার নাই বোধহয় ছড়িয়েছে সারা দেশময় ।
লাজ লজ্জা মান সম্মান বোধবুদ্ধি যত অভিমান ,
এসব অবক্ষয়ের গতিধারায় হয়েছে সব সমান ।
কাল > সময় ।
*************
সকাল - ১০ : ৩০ মিনিট ।
০৬ / ১০ / ২৩ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।