শত অস্ত্রে সুসজ্জিত দেখ অসুরদলনী,
রোষানলে গর্জিছে আজ কাঁপিছে মেদিনী ।
দামামা বাজিয়া উঠে ওই অসুর নিধনে ,
জাগিয়াছে জননী জায়া সাজিয়ে সম্মুখ রনে ।

শতসহস্র কন্ঠে উঠিল আওয়াজ মাভৈঃ মাভৈঃ ,
জাগিয়াছে আজ বাংলার নারী ভয়কে করিবে জয় ।
বীরাঙ্গনা জননী মোদের দুর্গারে দিলো নির্ভয়  ,
জাগো আজ জাগো ঘরের দুর্গা দানবের কর ক্ষয় ।

এক দুর্গাকে করিলি হনন জাগে  ঘরে ঘরে দুর্গা ,
ধর্ষণকারী করিবে লোপাট নাই তার আর রক্ষা ।
দানবদলনী জাগিল এবার ভাঙ্গিবে যত লৌহকারাগার ,
ধরনীর বুকে বধিবে দানবে ওরে আঁকিবে রক্ত টিকা  ।

সাজিয়াছে আজ বঙ্গের নারী সামিল যুদ্ধে জননী ও তারি,
মা'র বুক হতে লইলিরে কাড়ি স্নেহের তাহার দুহিতারি   ।
রনরঙ্গিনী নাচিছে রঙ্গে রোষের অনল জ্বলিছে  চক্ষে  ,
কোথায় পালাবি ওরে দুরাচারী   হানিবে অস্ত্র বক্ষে ।

                      *************
বিকেল  - ৩ : ০৩  মিনিট  ।
০৬/০৯ / ২৪  শুক্রবার  ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর  ।