মাতৃ স্নেহ অপার স্নেহ ভালোবাসা অন্তহীন ,
কেউ কি সেই স্নেহ মমতা দিতে পারে কোনদিন ?
মাতৃশূন্য এই ধরাধামে প্রাণহীন যেন মরুভুমে ,
যেন শিলা চাপা কোন তৃণ রূপ রস বর্ণহীন নাম মাত্র বেঁচে থাকে নিয়ে বাঁচা নামে !

মায়ের মত কেউ কি হয় আর  এই দুনিয়ায় ,
মাতৃ সুখ সেরা স্নেহের পসরা বলো আর কে পায় !
এইস্নেহ মধুর স্নেহ মধুমাখা এই দুনিয়ায় ,
এই ভব সংসার মাঝে মাতৃস্নেহের তুলনা না হয় !

মাতৃ বুকে মাথা রেখে স্বর্গসুখের তুলনা নাই ,
স্বর্গসুখ তুচ্ছ হেথা মা আমার স্বগাদপী গরিয়সী ভাই !
মাগো আমি জনমে জনমে যেন তোমার কোলেই জন্মাই ,
তোমার কোলে জন্ম নিয়ে জীবন আমার ধন্য হলো তাই !

মায়ের আমার মধুর হাসি চাঁদের মুখে দেখতে পাই ,
মায়ের মুখের হাসি দেখে যত কষ্ট দুঃখ ভুলে যাই !
মায়ের বুকে মাথা রেখে মন জুড়ায় প্রাণ মোর জুড়ায় ,
মা যে আমার সবার সেরা সবার বড় এই দুনিয়ায় !

মাগো তুমি আমার আঁধার ঘরে আলো আমার পথের দিশা ,
জীবন ঠান্ডা হয় যে মাগো শুনে তোমার মুখের ভাষা !
যত কষ্ট দুঃখ যাই ভুলে শুনে তোমার মুখে মিষ্টি ভাষা ,
মাগো তুমি আমার জন্মদাত্রী গর্ভধারিনী দুঃখে আলোর আশা !
        *********
রাত্রি - ১০ : ২৭ মিনিট !
২৬/ ০৬ /২৪ বুধবার !
কোলকাতা !