মাটি মা শ্যামল সবুজ বনবিথীকা জননী ,
কোথায় প্রান্তর কোথায় বয়ে চলে  স্রোতসস্বিনী ।
আবার কোথাও মহীধর মাথা তুলে আসমানী ,
কাথায় আবার পাহাড়  হতে নামে ঝর্ণা গরবিনী ।

সেথায় আমার কেটেছে শৈশব কৈশর কাল  ,
মায়ের কোলে হেসে খেলে সকাল বিকাল ।
সেথায় কাটে যৌবন সুখের অবলীলায় ,
বার্ধক্যের বাণারসী মায়ের কোল এই বেলায় ।

সেই জলাভূমি বন্ধ করে বনবৃক্ষ করিয়া ছেদন ,
সদা মরুভূমি হয় করেনা অক্সিজেন নিষ্কাসন ।
জলাশয় বন্ধ করে শুষ্ক সেথা হয়না বাষ্পায়ন ,
বাষ্প হতে মেঘ সৃষ্টি তাহা হতে বারি বরিষণ ।

জলাভাবে মরুভূমি বৃক্ষশূন্য প্রান্তর অরন্যানী ,
অক্সিজেন নাহি হেথা অসুস্থহয়ে পড়েছে জননী ।
তাই সময় থাকতে হও সাবধান সংযত এখনি ,
নইলে ভুগবে অবিরত রোগমুক্ত হবেনা কোনদিনই  ।

এসো সবে করি বনভূমি সৃজন জলাশয় রক্ষণ ,
তানা হলে দেশ হবে মরুভূমি ভুগবে সারাক্ষণ ।
দূষণ মুক্ঔত কর ধরিত্রীকে কর কর বৃক্ষ রোপন ,
খনন কর জলাশয় তাহা হেত হউক বাষ্পের সৃজন ।

       ****************
সন্ধ্যা - ৭ : ৩২ মিনিট ।
৩০ / ০৫ / ২৪ বৃহস্পতিবার ।
কোলকাতা ।