' তারা ' নামে ভাসারে তরী
যদি যাবিরে তুই পরপার ,
তারিনী ' তারামা ' আমার
ও মন করবেন তোরে পার ।
যদি যাবি রে ভব পারে
ঝাঁপ দে রে ' তারা 'নাম সাগরে ,
সেই সাগরে গা ভাসিয়ে
যাবি তুই আনন্দে পারে ।
চিন্তাময়ী মা তারিণী
দে মা তোর নামের মোহিনী ,
ভবের মায়ায় বদ্ধ হয়ে
তোর চরণ তরী ভজেনি ।
তুই মাগো বিশ্বজননী
আমার চিন্তা কি করেছো তুমি ,
আমি কি তোর সন্তান নয় জননী
তাই কি আমার ভাবনা ভাবিসনি ।
তোর নাম নিয়ে মাগো তারা
ত্বরলো কত পাপী তাপী ,
আমি যে তোর অবোধ সন্তান
সংসার কূপে ডুবে থাকি ।
রাখ মা পদে মাগো তারিণী
দে মা রাঙা চরণ দুখানি ,
অন্তিমে ' তারা তারা ' নাম
জিহ্বা যেন বলে জননী ।
*********************
রাত্রি - ১০ : ২০ মিনিট ।
১৯ / ১১ / ২৩ রবিবার ।
কোলকাতা ।