স্বার্থ ছাড়া চলে না দেশ.
স্বার্থ নিয়ে আছে বেশ।
কি মূল্য আছে শিক্ষার ,
চলেছে দেশ কুশিক্ষায়।
খিদেই থাকে দেশ তাই ,
কত প্রকল্প আসে যায় ।
তবুও দেশের হাল হায় ,
রসাতলের পথে যায় ।

চোরে চোরে মাসতুতো ভাই ,
আর কিছুই ভাবনা নাই ।
একজন ছড়াবে একজন নেবে ,
সমান সমান ভাগিদার হবে ।
তুই কি করছিস আমি জানিনা ,
মুখ ফিরিয়াছি নিয়ে নেনা ।

সবাই চলে গেলে ভাগ খানা ,
বার বার আনা চার আনা ।
দেশকে ভালো বেসে হয়েছি দেওয়ানা ,
তাই লোভ ধ্বংসের নেশায় নাই ভাবনা ।
দেশের প্রেমে ডুবে পাই বিরহ যন্ত্রনা ,
আবারো ভালোবেসে মন ভরে না ।

     ************
সন্ধ্যা - ৬:২৬ মিনিট ।
২০/ ০৭ / ২৪ শনিবার ।
কোলকাতা ।