বৈশাখেতে মাটি ফেটে ফালা ফালা  ,
গরমের দহনে পুড়ে গা করে জ্বালা ।
জৈষ্ঠ্যর ভ্যাপসা গরম পাকে আম জাম ,
শরীর করে হাঁস ফাঁস গায়ে ঝরে ঘাম  ।

আষাঢ়েতে কালো মেঘ আকাশেতে ভাসে  ,
মেঘ ডাকে বিজলী চমকায় বর্ষা নেমে আসে  ।
শ্রাবনে শ্রাবনের ধারা ঝর ঝরিয়ে বরষে  ,
খাল বিল নদী নালা প্লাবনেতে  ভাসে  ,

ভাদ্রেতে ভরা নদীর বান পেটেতে পড়ে টান ,
জমি ডুবে ফসল ভাসে ডুবে জমির পাকা ধান  ।
আশ্বিনেতে দুর্গা পূজা আগমনীর করে আহ্বান  ,
আকাশে বাতাসে ভাসে আগমনীর আগমনের গান  ।

কার্তিক মাসে কালীপুজোর কতই না আনন্দ  ,
ভাতৃদ্বীতিয়া জামাই ফোঁটা ভাই বোন একত্র  ।
অঘ্রানে পাকা আমন ধানের মাঠে ভরে সুগন্ধ  ,
নূতন ধান্যে হয় নবান্ন করে সবাই আনন্দ  ।

পৌষতে নলেন গুড়ে ঘরে ঘরে পায়েস পিঠেপুলি ,
বৌ ঝিয়েরা টুসু পূজে গান গায় নানা সুরতুলি  ।
মাঘ মাসে নূতন সবজি হরেক রকম আনে চাষীগুলি ,
পূজে মা সরস্বতী বিদ্যার দেবী বনফুলে অঞ্জলি ।

ফাল্গুনেতে ফাল্গুন হাওয়া বড়ই মিষ্টি  মধুর  ,
হোলি খেলায় রঙে রঙে রাঙে সারাদেহ  বঁধুর ।
চৈত্র মাসে শিবের গাজন ভগ্তার রাত্রি জাগরণ  ,
সংক্রান্তিতে চড়ক মেলায় জিনিস কত তার ঢং ।

বিকেল  - ৫ : ৩১ মিনিট  ।
১৬/০৯/২৪ সোমবার  ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর  ।