কোটি বছরের নীহারিকা কালপুরুষের রূপ ধরে ,
আকাশের নীল পথ বেয়ে হঠাৎ খসে যেন পড়ে ।
শীতল সাঁঝবেলার তারারা একসাথে সেজে বসে ,
নীরবতা গায়ে মেখে সভায় মগ্ন সবে নীল আকাশে

মোহাচ্ছন্ন আকাশ মিলে মিশে তাদেরই নীরবে সাথে ,
মুছে গেছে কথাকলি কোনো এক ধ্বংসস্তুপের মাঝে  ।
মনেহয় যেন কোনো প্রাণহীন নির্জন নির্জীব অন্ধকুপে ,
নেহারি সেই ধ্বংসস্তুপের মাঝে বেদনা পুঞ্জিভূত রবে ।

মনে হয় এ যেন কোন অজানা  এক মরুর দেশ  ,
যেথায় মরুচারীদের জল পিপাসায় প্রাণ সংশয় অশেষ ।
যদি মরুদেশে পিপাসিত হয় হেরে মরীচিকা প্রাণ নিঃশেষ ,
মরুভূমির এ কোন আহ্বান তবুও মারুচারীরা চলে মরুদেশ ।

মূর্খের অশেষ দোষ লেখেনা বেদ ধর্মগ্রন্থে বাইবেল পুরানে ,
মরীচিকা মরুদেশে নাসে প্রাণ তৃষা ক্লেসে সলীলের কারনে  ।
পিপাসায় ফাটে বক্ষ দেশ মরীচিকার পিছে ধায় জল বিহনে ,
প্রভাকরের প্রভায় মরীচিকা চিক চিক করে জল ভাবে  মনে ।

মরুভূমির জাহাজ উট বিনে কোন যানবাহন চলে না  সেখানে ,
তাইতো উট মরুভূমির জাহাজ নামে অবিদিত সবাই তা জানে ।

                         ************
দুপুর - ১ : ১৯  মিনিট ।
০১ / ১২ / ২৪ রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।