যদি কেউ জেনে বুঝে
           পা দেয় মরণ ফাঁদে ,
মরণ তার কে রোধে
            কে আছে এ জগতে।

তাতেও যদি তার না হয় জ্ঞান
               জ্বলবে অসহ্য জ্বালাতে ,
জ্ঞান থাকতে না বুঝলে
                মরণ তার নিজেরই হাতে ।

বিষ খেলে হাতে তুলে
              তাকে কে বাঁচাবে বলো  ,
সাপের গর্ত্তে পা দিলে
               সাপ কি তারে বাসবে ভালো ?

বাঘের সাথে বন্ধুত্ব
             থাকে কি স্থায়িত্ব ,
ঘাড় মটকে ফেলে মেরে
               শেষ করে অস্তিত্ব ।

ভীমরুল ফোটালে হুল
           সারা অঙ্গে লাগে শূল ,
ভীমরুলের চক্রে হাত
           জেনে শুনেও দুর্দান্ত ভুল ।
    
           ***************
রাত্রি - ৭ : ৪৮ মিনিট ।
২২ / ০৪ / ২৪ সোমবার ।
কোলকাতা ।