দেখতে মানুষ হলেই মানুষ কী হয় ,
আকারে মনুষ্যরূপ ব্যবহারে তেমন নয় ।
নাই মান নাই হুঁশ আচরনে হয় বেহুঁশ ,
খায় খাবার ত্যাগে বিষ্ঠা সম্মানের নাই রেশ।
খাবার পেলে গোগ্রাসে খায় সে মনুষ্যের নাই রেশ ,
খাবার পেলেই খুশী মান সম্মানের নয় মনুষ্য বিশেষ ।
না জানে আচার না জানে ব্যবহার শুধু করে খাই খাই ,
খাবার দেখেই হ্যাঙলাপনা ভদ্রতার রেশ আদৌ নাই ।
মানুষের মত দেখতে হলেই সে মানুষ হয় না ,
যদি না জানে সভ্যতা ভদ্রতা মান্যতা জানেনা ।
সকল প্রাণীই খায় নিদ্রা যায় করে বিষ্ঠা ত্যাগ ,
যদে আবেগ না সম্বরন করে হয় হীন বিবেক ।
মানীজনে মান্যতা করে গুরুজনে শ্রদ্ধাভক্তি ,
সদাচার সৎকর্ম শ্রম বিবেক কর্তব্যে আশক্তি ।
মানুষ দেখতে কিন্তু না থাকে বিবেক বিবেচনা ,
লভিয়া মনুষ্য জনম না থাকে কর্তব্যপরায়না ।
স্বার্থপর স্বার্থান্বষী যেই জন হয় ধরাধামে ,
মনুষ্য সমাজে তার স্থান নাই কোনখানে ।
একঘরে একাধারে জীবন কাটে তার সদাই ,
ভালো দৃষ্টিতে কেউই দেখেনা কোথা নাই ঠাঁই ।
*****************
রাত্রি - ৮ : ২৫ মিনিট ।
২৫ / ০৩ / ২৪ সোমবার ।
কোলকাতা ।