স্বীয় কৃতকর্মের ফলে হয় নিজের পরিচয় ,
সম্মান কিংবা অপমান পরিনাম তার হয় ।
দশ ও দেশকে ভালোবাসা মানুষের সম্প্রীতি ,
আপন জনকে ভালোবাসা এটাই প্রেম প্রীতি ।

মানুষের জন্ম নিয়েছি আমরা মানুষ ভাই ,
সুখে দুঃখে এসো মানুষের পাশে দাঁড়াই ।
দেশ জননীর সন্তান আমরা সহোদর সবাই ,
দ্বন্দ্ব হিংসা সব ভুলে এসো মিলে সবে একঠাই ।

সবার জন্যে সবাই আমরা ভাবনা  কিছুই নাই ,
প্রত্যেকে এসো সুখ দুঃখ ভাগ করে নিই সবাই ।
লৌহ ঘন্টা বাজে জ্বলে উঠে আলোর রোশনাই ,
সেথা ঢুকরে ঢুকরে কাঁদে ভালোবাসা হতাশায় ।

যেথায় হিংসার বিভীষকা প্রেম দয়া মায়া নাই ,
যেথায় রক্তাপ্লুত কলেবর ধুলায় পড়ে লুটায় ।
আহমিকার শাখা প্রশাখা মেলে চারিদিকে ছড়ায় ,
ভালোবাসা দয়া মায়া মমতা ছেড়ে সব চলে যায় ।

সেথা মানুষের কর্ম ধর্ম মানুষের পাশে দাঁড়ানো চাই ,
মানুষ শ্রেষ্ঠজন্ম মানুষের জন্যে মানুষকে ভালোবেসে যাই ।
              
                  ***********
রাত্রি - ১০ : ৪৮ মিনিট ।
২৭ / ১১ / ২৪ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।