প্রাতঃকালে ভ্রমণ করতে যখন ,
দেখা হলে পথিক সাথে করি আলাপন ।
কুশল বিনিময় করি সবার সাথেই তখন,
কে জানে আবার দেখা হয় কিনা কখন ।
চেনা অচেনা হোক পরিচিত অপরিচিত জন ,
মানুষের ভদ্রতা মানুষের সাথে দেখা হয় যখন ।
সমাজ বদ্ধ মানুষ আজ মানুষ মানুষের জন্য,
তাই মানুষের সাহায্যার্থে মানুষের পাশে দাঁড়ানো ।
মানুষের সাহায্যে পাশে দাঁড়ানোই মানুষের ধর্ম ,
তাহলে বৃথাই পৃথিবীতে মানুষ হয়ে মানুষের জন্ম ।
বিপদে অসুবিধায় মানুষ পড়বে অসময়ে যখন ,
মানবতার বিবেকের তাগিদে তার পাশেই তখন ।
মানুষ জনম নয় শুধুই সুখের ও ভোগের জন্য ,
জগতে মানুষের মানবতা হিসাবে আছে কাজ অন্য ।
মানবতা বিবেক না থকলে মানুষ চলে যেতো বন ,
বনে জঙ্গলে পশুদের ন্যায় একসাথে থাকতো তখন ।
মনুষ্য বসতি হয় সদা লোকজন সমাজের মাঝখান ,
তা না হলে বনে জঙ্গলে থাকত কাটাতো পশুর জীবন ।
******************
রাত্রি - ৯:৪৫ মিনিট ।
২৬/১০/২৪ শনিবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।